ইদের দিনেও সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ দিনভর রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আজ কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও।
আবহাওয়া দফতরের তরফে সকাল থেকে বিভিন্ন সময়ে বর্ধমান, নদিয়া, বাঁকুড়ায়, হুগলি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু জেলায় জেলায়। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। রাজ্যজুড়ে কালবৈশাখীর সর্তকতা জারি।
হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।