প্রথম পাতা খবর পারিবারিক পেনশন নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের

পারিবারিক পেনশন নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের

496 views
A+A-
Reset

ডেস্ক: সামনেই উৎসবের মরশুম তার আগে বড় ঘোষণা রাজ্য সরকারের। দীর্ঘদিন ধরে পেনশন বৃদ্ধি নিয়ে একটা ক্ষোভ ছিল। দেরিতে হলেও অবশেষে পারিবারিক পেনশন নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি। আজ বৃহস্পতিবার নবান্নের তরফে এই সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে।


ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে একাধিকবার বৈঠক হয়। আর সেদিকে তাকিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
জানা গিয়েছে, এতদিন পর্যন্ত পারিবারিক পেনশন পাওয়া যেত সর্বোচ্চ মাসিক ৩৬০০ টাকা। সেই অঙ্কই এবার একলাফে অনেকটা বাড়িয়ে করা হল ৯০০০ টাকা। তবে পেনশন পাওয়ার ক্ষেত্রে অন্যান্য নিয়মগুলি একই থাকছে।

আরও পড়ুন: ইডি-র দায়ের করা সারদা মামলায় জামিন পেলেন কুণাল ঘোষ


নবান্ন সূত্রে খবর, প্রয়াত সরকারি কর্মীর স্ত্রী, স্বামী, বাবা, মা এবং বিবাহ বিচ্ছিন্না মেয়ে, বিধবা বা অবিবাহিত মেয়ে এই সুবিধা পেয়ে থাকেন। তাই পুজোর আগে রাজ্য সরকারের এই ঘোষণায় উপকার হবে বহু মানুষের, তা বলাই বাহুল্য। আগামী মাস থেকে নয়া এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.