315
ডেস্ক: সরকারি কর্মীদের জন্যে বড় খবর। জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি ঘোষণা করল নবান্ন। আজ মঙ্গলবার নবান্নের তরফে এই ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে অর্থদফতরের তরফেও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে ছুটির ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়েছিল মুকুলকে’, বিস্ফোরক মন্তব্য শুভ্রাংশুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর থেকেই তাঁর সরকার জামাইষষ্ঠীতে হাফ ছুটি ঘোষণা করেন। এবার পূর্ণদিবস ছুটি দিল তাঁর সরকার৷ বিজ্ঞপ্তি অনুযায়ী নবান্ন তো বটেই, সমস্ত সরকারি অফিস, কার্যালয় শহুরে ও গ্রামীণ প্রতিষ্ঠান কর্পোরেশন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের অধীনস্থ সংস্থাগুলিতেও ছুটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মচারীরা।