প্রথম পাতা খবর শিক্ষাক্ষেত্রে স্কচ পুরস্কার পাচ্ছে রাজ্য

শিক্ষাক্ষেত্রে স্কচ পুরস্কার পাচ্ছে রাজ্য

277 views
A+A-
Reset

স্টার অব গভর্নেন্স- স্কচ “অ্যাওয়ার্ড পেল রাজ্যের শিক্ষা দফতর। ১৮ ই জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্যকে। ২০২১ সালে Skoch State of Governance Report-এ শীর্ষে পশ্চিমবঙ্গ। সেই সমীক্ষার ভিত্তিতেই এই পুরস্কার।

অর্থ দফতরই হোক কিংবা নারী ও শিশু কল্যাণ দফতর, রাজ্য় সরকারের একাধিক দফতর স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে এর আগেও। গত বছর করোনা কালে ভালো কাজের স্বীকৃতিতে স্কচ পুরস্কার পেয়েছিল রাজ্যে শিক্ষা ও পর্যটন দফতর। এবার রাজ্যের শিক্ষা দফতর ২০২১ সালের কাজের জন্য এই সম্মান পাচ্ছে। আজই আনুষ্ঠানিকভাবে রাজ্যকে আমন্ত্রণ জানান হল দিল্লিতে এই সন্মান নেওয়ার জন্য। মূলত বিভিন্ন ফিল্ড রিপোর্ট, বুনিয়াদি শিক্ষা, রাজ্যের শিক্ষা নিয়ে ফিডব্যাকের ওপর নির্ভর করে এই সম্মান দেওয়া হচ্ছে।

রিপোর্টে উল্লেখ, করোনার জন্য় যখন প্রায় দেড় বছর স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, তখনও রাজ্যের পড়াশোনার মান বেড়েছে। যথেষ্ট দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলেছেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ও কর্মীরা। রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দুটি বিভাগই সেরার তকমা পেয়েছে। এই মুহূর্তে শিক্ষা দফতরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। ‘স্কচ’ পুরস্কার প্রাপ্তির খবরে অত্যন্ত খুশি রাজ্যের শিক্ষা দফতর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.