করোনা সংক্রমণ বাড়লেও রাজ্যে মহামারীর আশঙ্কা নেই বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। প্যানডেমিক হবে না। তবে সতর্ক থাকা ভাল।” তিনি জানান, সরকারি হাসপাতালগুলি প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে চিকিৎসার পরামর্শ নিতেও বলেন তিনি।
নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রী জানান, “রাজ্য সরকার সব রকমভাবে তৈরি। ভয় পাওয়ার কোনও কারণ নেই। কিন্তু যাঁদের কোমর্বিডিটি রয়েছে বা বেশি বয়স, তাঁদের বিশেষ যত্ন নিতে হবে।”
এক সপ্তাহে রাজ্যে দু’জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সম্প্রতি বেলেঘাটা আইডিতে ভর্তি এক ৪৮ বছরের করোনা পজিটিভ ব্যক্তির মৃত্যু হয়। তবে স্বাস্থ্য দপ্তরের দাবি, করোনা নয়, বরং অন্য অসুস্থতার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মুখ্যমন্ত্রীর পরামর্শ, “সর্দি-কাশি বা শ্বাসকষ্ট হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। সরকারি হাসপাতালে চিকিৎসা করান। সরকার পাশে আছে ও থাকবে।”