প্রথম পাতা খবর এ বার প্রতিবছর প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ শুরু হতে পারে আগামী সপ্তাহে

এ বার প্রতিবছর প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ শুরু হতে পারে আগামী সপ্তাহে

316 views
A+A-
Reset

ডেস্ক : আগামী সপ্তাহ থেকেই উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ শুরু করা চেষ্টা করবে পর্ষদ। তালিকায় যাদের নাম নেই তাঁরা কী ভাবে অভইযোগ জানাবেন, তা মঙ্গলবারে মধ্যে ওয়েবসাইটে জানানো হবে।

শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে জট খুলতে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য।এ দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, স্বচ্ছতা বজায় রেখে প্রতিবছর এসএসসি এবং প্রাথমিকে টেট আয়োজন করবে সরকার।

শুক্রবার নিয়োগ প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা কেটেছে। এজন্য আদালতকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তারপরই নিয়োগ শুরু করতে বলল আদালত। তালিকা প্রকাশের পর আর কোনও আবেদন শোনা হবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি।

তবে যেহেতু পাঁচ বছর নষ্ট হয়েছে, তাই বয়সের ক্ষেত্রে পাঁচ বছর মকুব করার কথা বলেন বিচারপতি।

হাইকোর্ট জানিয়েছে, কোনও অভিযোগ থাকলে ২ সপ্তাহের মধ্যে তা দায়ের করতে হবে।বিচারপতি নির্দেশে জানান ২ সপ্তাহের মধ্যে অনলাইন এবং অফলাইনে নিজেদের অভিযোগ জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা৷

কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকদের সরাসরি অভিযোগকারীদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে৷ ১২ সপ্তাহের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করতে হবে বলেও কমিশনকে নির্দেশ দেয় আদালত৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.