এবার ভোটার তালিকায় নাম উঠবে ১৭ বছর বয়সে। এতদিন কোনও নাগরিকের বয়স ১ জানুয়ারি অনুযায়ী ১৮ বছর হলে তবেই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারতেন। তবে এবার থেকে সেই নিয়মে আসছে বদল। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। কমিয়ে দেওয়া হল ভোটার কার্ডের জন্য আবেদনের বয়সসীমা। বিবৃতি প্রকাশ করে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার আবেদনের জন্য আর ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এবার ১৭ বছর বয়স হলেই করা যাবে অগ্রিম আবেদন। তবে নাম তোলার সঙ্গে সঙ্গেই হাতে ভোটার কার্ড আসবে না বা ভোট দেওয়া যাবে না। ১৮ বছর বয়স হলেই হাতে চলে আসবে ভোটার কার্ড। তখন ভোটদানে আর কোনও বাধা থাকবে না। একই সঙ্গে কমিশন এটাও জানিয়েছে, এবার থেকে বছরে একবারের পরিবর্তে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ মিলবে চারবার। এই বিষয়ে দেশের সব রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি নির্দেশিকা জারি করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
আরও পড়ুন :
শিল্পপতিদের জমি দেওয়ার ক্ষেত্রে নয়া নীতি আনতে চলেছে রাজ্য
“মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক, দলের সিদ্ধান্ত সঠিক কিনা সময় বলবে”, পার্থ
‘আমি ষড়যন্ত্রের শিকার’, মন্ত্রিত্ব হারানোর পর প্রথম প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মমতা আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মমতা
গোটা মন্ত্রিসভা রদবদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী