প্রথম পাতা খবর বাংলার দুর্গাপুজো : এবার আরও জমজমাট কার্নিভাল এবং এক মাস ধরে সেলিব্রেশনের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

বাংলার দুর্গাপুজো : এবার আরও জমজমাট কার্নিভাল এবং এক মাস ধরে সেলিব্রেশনের পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

410 views
A+A-
Reset

এবার আরও অনেক কালারফুল হতে চলেছে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভ্যাল। শুধু তাই নয়, এবার পাক্কা একমাস ধরে দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুন নতুন পরিকল্পনাও এদিন প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বছর অর্থাৎ ২০২২ সালে রাজ্যের বুকে দুর্গাপুজোর শুরুটা হবে প্রকৃত পুজোর অনেক আগেই। এক বিশাল মিছিলের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপুজোর। কিছুদিন আগে এমনটাই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এবার একেবারে মিছিলের দিনক্ষণ এবং এই মিছিলকে ঘিরে সকলের ভূমিকাও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে এই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাৎপর্যের বিষয় হল এবার আর শুধু মাত্র কলকাতাতেই নয়, এবার একইদিনে আর একইসঙ্গে জেলায় জেলায়ও হবে এই উদ্বোধনী মিছিল।

আমরা সবাই জানি যে, বাংলার এই ঐতিহ্যময় দুর্গাপুজোকে ইতিমধ্যেই হেরিটেজ সম্মান দিয়েছে ইউনেস্কো। আর ইউনেস্কোর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে বাংলার রাজ্য সরকারও।

এরপর এই উপলক্ষ্যে ইউনেস্কোর এই পদক্ষেপকে আরও একবার ধন্যবাদ ও সম্মান জানাতেই এবার প্রকৃত দুর্গাপুজো শুরুর ঠিক ১ মাস আগেই দুর্গাপুজোর উদযাপন শুরু হবে এই রাজ্যে। আর সেই উদযাপনও শুরু হবে একেবারে ১ সেপ্টেম্বর থেকেই। ওইদিন রাজ্যজুড়ে বিশাল মিছিলের আয়োজন করবে রাজ্য প্রশাসন। আর এই দায়িত্বভার থাকবে রাজ্যের পর্যটন এবং তথ্য সংস্কৃতি বিভাগের উপর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.