প্রথম পাতা খবর আত্মঘাতী একই পরিবারের তিন সদস্য, শোকের ছায়া গোঘাটে

আত্মঘাতী একই পরিবারের তিন সদস্য, শোকের ছায়া গোঘাটে

257 views
A+A-
Reset

গোঘাট: এক হৃদয়বিদারক ঘটনায় আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য। বৃহস্পতিবার সকালে গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে মা, ছেলে ও বউমার ঝুলন্ত দেহ উদ্ধারে শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃতরা হলেন অনিমা নন্দী (৭৫), কাশীনাথ নন্দী (৫৫) ও মমতা নন্দী (৪২)।

প্রতিবেশীদের দাবি, প্রায় আট মাস আগে কাশীনাথবাবুর ২১ বছরের ডাক্তারি পড়ুয়া ছেলে শান্তনু আত্মহত্যা করেন। সেই শোক কাটিয়ে উঠতে পারেননি পরিবারের কেউ। কারও সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না তাঁরা। সম্ভবত সেই মানসিক অবসাদ থেকেই একসঙ্গে আত্মঘাতী হয়েছেন তাঁরা।

এদিন সকালে পরিবার থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাড়ির ভিতর ঢুকে গোয়ালঘরে তিনজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। খবর দেওয়া হয় গোঘাট থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও হতবাক পরিবেশ। স্থানীয়দের মতে, পুত্রশোকেই ভেঙে পড়া পরিবার এমন সিদ্ধান্ত নেবে, তা ভাবতেই পারছেন না কেউ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.