হাওড়ার জগাছা থানা এলাকার হাটপুকুরে একসঙ্গে আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য। স্থানীয় সূত্রে খবর, বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যা করেছেন বলরাম খাঁ (৬৬), স্ত্রী শেলি খাঁ (৫৪) এবং তাঁদের ছেলে সম্বৃত খাঁ (৩২)। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
জানা গিয়েছে, বলরামবাবু জীবনবিমার সংস্থায় যুক্ত ছিলেন। স্ত্রী শেলি খাঁ পোস্ট অফিস সংক্রান্ত আর্থিক কাজে যুক্ত ছিলেন। ছেলে সম্বৃত একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন এবং বাড়ি থেকেই কাজ করতেন। কয়েক বছর আগে তাঁরা হাটপুকুরের শিবালয় অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন।
মঙ্গলবার সকালে তাঁদের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় তিনটি মৃতদেহ। একই ঘরে পাওয়া যায় বলরাম ও শেলির নিথর দেহ, পাশের ঘরে ছিলেন সম্বৃত। প্রতিবেশী ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ছেলেটা খুব চুপচাপ ছিল। কারও সঙ্গে মিশত না। তবে বাবা-মা খুব মিশুকে ছিলেন। কোনও সমস্যার আভাস কখনও পাইনি।”
শেলি খাঁয়ের বোন স্বাতী মিত্র দিদির মৃত্যুসংবাদ পেয়ে ছুটে আসেন। দেহ বের করে আনার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি জানান, কোনও বড় সমস্যার কথা তাঁরা জানতেন না।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হলেও, এর পেছনে আর্থিক অনটন না অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে জগাছা থানার পুলিশ। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে।