প্রথম পাতা খবর দুর্গাপুজোর আগে কলকাতায় একসঙ্গে তিন মেট্রো রুট উদ্বোধন, জানুন সময় ও ভাড়া

দুর্গাপুজোর আগে কলকাতায় একসঙ্গে তিন মেট্রো রুট উদ্বোধন, জানুন সময় ও ভাড়া

132 views
A+A-
Reset

কলকাতার পরিবহণ ব্যবস্থায় আসছে যুগান্তকারী পরিবর্তন। আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে মেট্রোর তিনটি সম্প্রসারিত রুটের। এর মধ্যে রয়েছে—

  • শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড (২.৬ কিমি)
  • নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর (জয় হিন্দ) (প্রায় ৭ কিমি)
  • রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) থেকে বেলেঘাটা (মেট্রোপলিস) (৪.৪ কিমি)

মোট সম্প্রসারণ প্রায় ১৪ কিলোমিটার।

শিয়ালদহ–এসপ্ল্যানেড: সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ

সবচেয়ে নজরকাড়া অংশ শিয়ালদহ–এসপ্ল্যানেড রুট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জোড়া লাগছে ইস্ট–ওয়েস্ট মেট্রোর সবচেয়ে গুরুত্বপূর্ণ খণ্ড। মাত্র ২.৬ কিলোমিটারের এই অংশ চালু হলে হাওড়া ও এসপ্ল্যানেড অফিসপাড়া থেকে সরাসরি পৌঁছনো যাবে তথ্যপ্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভে। এতদিন এই সুবিধা সীমিত ছিল শিয়ালদহ পর্যন্ত।

যাত্রীদের নতুন সুবিধা

নতুন রুট চালু হলে হাওড়া ময়দান থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত একটিমাত্র স্মার্টকার্ডেই যাত্রা করা যাবে। যদিও মাঝপথে দু’বার মেট্রো বদলাতে হবে, তবে আলাদা টিকিট কাটার প্রয়োজন হবে না। যানজট এড়িয়ে যাত্রীরা অনেকটা সময় সাশ্রয় করতে পারবেন।

নোয়াপাড়া–বিমানবন্দর সংযোগ শহরের যাত্রীদের জন্য বিশেষ স্বস্তি দেবে। পাশাপাশি রুবি–বেলেঘাটা রুট চালু হলে সহজেই বেলেঘাটা থেকেও সরাসরি শিয়ালদহ, হাওড়া কিংবা বিমানবন্দরে পৌঁছনো যাবে।

অতীতের বাধা কাটিয়ে সাফল্য

বৌবাজারে বারবার ধসের কারণে দীর্ঘদিন আটকে ছিল শিয়ালদহ–এসপ্ল্যানেড অংশের কাজ। একাধিক জটিলতা পেরিয়ে অবশেষে চালু হতে চলেছে এই বহু প্রতীক্ষিত প্রকল্প।

পরিষেবা ও ভাড়ার সম্ভাবনা

বর্তমানে সেক্টর ফাইভ–শিয়ালদহ এবং হাওড়া ময়দান–এসপ্ল্যানেড রুটে ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর মেট্রো মিলছে। নতুন রুট চালু হলে সেই ব্যবধান কমে দাঁড়াবে ৮ মিনিটে। অন্যান্য সময়ে পরিষেবা থাকবে ১০ থেকে ১৫ মিনিট অন্তর।
সূত্রের খবর, হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া হতে পারে প্রায় ২৫ টাকা।

উদ্বোধনের পর পরিষেবা

শুক্রবারের উদ্বোধনের পর সেদিনই শিয়ালদহ–এসপ্ল্যানেড রুট যাত্রীদের জন্য খুলে দেওয়া হতে পারে। নোয়াপাড়া–বিমানবন্দর ও রুবি–বেলেঘাটা রুট সাধারণের জন্য চালু হবে সোমবার থেকে। তবে মেট্রো কর্তৃপক্ষ এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করেনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.