আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় ওই জেলাগুলিতে কমলা সতর্কতা, আর বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আট জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এ বার আর গ্রীষ্মকালীন সেই চেনা কালবৈশাখী না-ও দেখা যেতে পারে। কারণ বর্ষা দ্রুত এগোচ্ছে। আগামী ৩–৪ দিনের মধ্যে কেরালা ও উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে বর্ষা ঢুকে পড়তে পারে। এর জেরে রাজ্যজুড়ে শুরু হবে প্রাক-বর্ষার হঠাৎ বৃষ্টি।
তাপমাত্রা ৩৩–৩৪ ডিগ্রির মধ্যে থাকলেও গুমোট গরম ও ঘেমো আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।