বৃহস্পতিবার সন্ধেয় রাজ্যের নানা প্রান্তে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কলকাতার শিয়ালদা, বারাসত-সহ বিভিন্ন জায়গায় উপড়ে গিয়েছে গাছ, হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি।
ঝড়ে প্রাণ হারিয়েছেন বারাসতের গোবিন্দ বৈরাগী নামে এক যুবক। স্থানীয় হাটখোলা ইন্দিরা কলোনি এলাকায় স্থানীয় একটি ক্লাবের পাশেই বড় একটি বটগাছের ডাল ভেঙে পরে হঠাৎ। সেই সময় এক যুবক গাছের নীচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই ডাল তাঁর মাথায় পড়ে। এলাকার লোকজন বারাসত থানায় খবর দেন। নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঝড়ের দাপটে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। বিশেষ করে বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেন চলাচল ব্যাহত হয়। রেলের পক্ষ থেকে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবারও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।