প্রথম পাতা খবর পুরুলিয়ার রাইকা পাহাড়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে স্থানীয়রা

পুরুলিয়ার রাইকা পাহাড়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে স্থানীয়রা

337 views
A+A-
Reset

পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ মেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বন দফতরও বাঘের উপস্থিতি উড়িয়ে দিচ্ছে না। মাত্র দু’সপ্তাহ আগেই বাঘিনি জিনতের তাণ্ডব ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় দেখা গিয়েছিল। এবার পুরুলিয়ার রাইকা পাহাড়ে সেই আতঙ্কের পুনরাবৃত্তি।

মঙ্গলবার সকালে বান্দোয়ান ব্লকের নেকড়া গ্রামের পাশে বেলডুংরি পাহাড়তলি এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কেশরা, নেকড়া, লাউপাল, উদোলবনি-সহ আশপাশের গ্রামগুলিতে ছড়িয়েছে আতঙ্ক।

স্থানীয়দের একাংশের দাবি, পিঁপড়ের ডিম সংগ্রহ করতে গিয়ে কয়েক জন বাঘটিকে দেখেছেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ছাপগুলির বিশ্লেষণে মনে করা হচ্ছে বাঘটি বেলপাহাড়ির জঙ্গল ছেড়ে রাইকা পাহাড়ে আশ্রয় নিয়েছে।

বাঘের খোঁজে পুরুলিয়ার বন দফতরের কর্মীদের পাশাপাশি সুন্দরবন থেকে আসা একটি বিশেষ প্রশিক্ষিত দলও তল্লাশি চালাচ্ছে। এলাকায় তৎপরতার সঙ্গে চলছে যৌথ অভিযান।

আশেপাশের গ্রামগুলির বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বাঘের চলাচল নিয়ে বন দফতর নিয়মিত নজরদারি চালাচ্ছে এবং স্থানীয়দের আতঙ্ক না ছড়ানোর অনুরোধ করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.