কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে নামে কয়েক লক্ষ মানুষের ঢল। ভিড় সামাল দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয় বহুবিধ পদক্ষেপ। আগত ভক্তদের যাতে কোনওরকম অসুবিধে না হয় সেটার দিকে নজর রাখা হচ্ছে। আইন-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে হোটেল ভাড়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা সমস্ত বিষয়টাই কঠোরভাবে নজরদারি করবে জেলা প্রশাসন।
এবার কৌশিকী অমাবস্যাতে ভিড় এড়াতে থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে মন্দির কমিটির বৈঠক হয়েছে। মন্দির চত্বরে থাকছে সিসি ক্যামেরা, মোতায়েন থাকবে তিনশোরও বেশি নিরাপত্তা রক্ষী, পুলিশ কর্মী। থাকছে ডুবুরির ব্যবস্থা, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী শৌচালয়, মেডিক্যাল ক্যাম্প, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, অ্যাম্বুলেন্স পরিষেবা, ভক্তদের হয়রানি এড়াতে হোটেলগুলিতে ভাড়া সীমাবদ্ধ করা হয়েছে।
বীরভূম জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কৌশিকী অমাবস্যার সময়ে তারাপীঠে যাতায়াতের জন্য অটো ও ট্রেকার চালকদের প্রশাসন নির্ধারিত ভাড়াই নিতে হবে। অতিরিক্ত ভাড়া চাইলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়াও মাদকাসক্তদের উৎপাতে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় সাধারণ তীর্থযাত্রী ও পর্যটকদের। এ বার তাই মাদকাসক্তদের দৌরাত্ম্য ঠেকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ-প্রশাসন। কৌশিকী অমাবস্যায় প্রকাশ্যে মদ-গাঁজা বা অন্য কোনো মাদকের আসর চোখে পড়লেই সরাসরি পাকড়াও করতে পারে পুলিশ। এমনকী ঠাঁই হতে পারে শ্রীঘরেও।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর (২৭ ভাদ্র) বৃহস্পতিবার অহোরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা। এদিন সন্ধ্যা ঘ ৫/৩১ থেকে ১৫ সেপ্টেম্বর (২৮ ভাদ্র), শুক্রবার দিবা ঘ ৬/৩০ পর্যন্ত থাকবে অমাবস্যা।