নজিরবিহীন ছবি দেখা গেল বিধাননগরের পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে। বুথের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন তৃণমূল এবং বিজেপির দুই মহিলা প্রার্থী।
এই অদ্ভুত ঘটনার খবর জানতে পেরে রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন দিনের শুরু থেকেই বিধাননগরের ভোট ঘিরে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার খবর পাওয়া গিয়েছে।
এমনকি এখানকার বেশ কিছু বুথে ভুয়ো ভোটার ও বহিরাগত ভোটার-সহ নানা ধরনের অভিযোগের খবর মিলেছে। যদিও এদিনের সব ঘটনাকেই ছাপিয়ে গিয়েছে ৩৭ নং ওয়ার্ডের এই দুই মহিলা প্রার্থীর চুলোচুলির ঘটনা। যা এই মুহুর্তের অন্যতম শিরোনাম হয়ে উঠেছে।
জানা যায়, এদিন সকাল ১০টার দিকে বিধান নগরের একটি বুথে প্রবেশ করতে যান ৩৭ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রমিতা সাহা এবং তৃণমূল প্রার্থী মিনু দাস। এই সময় অভিযোগ ওঠে যে, তৃণমূল প্রার্থী মিনু দাস বাধা দেন প্রমিতাদেবীকে। এরপর জোর করেই বিজেপি প্রার্থী বুথে ঢুকে পড়েন। আর তার পরেই তৃণমূল প্রার্থী বুথ থেকে বিজেপি প্রার্থীকে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং দু’জনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।