প্রথম পাতা খবর গোয়ায় TMC-MGP জোট ঘোষণা, কংগ্রেসকেও বার্তা দিলেন মমতা

গোয়ায় TMC-MGP জোট ঘোষণা, কংগ্রেসকেও বার্তা দিলেন মমতা

322 views
A+A-
Reset

গোয়ার মাটিতেও কী এবার শুরু হয়ে গেল পালাবদলের পালা! অন্তত মঙ্গলবার গোয়ায় তৃণমূলের জনসভার পর তেমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন সরাসরি নিজেদের জোট এর কথা অফিসিয়ালি ঘোষনা করল তৃণমূল কংগ্রেস ও মহারাষ্ট্র গোমন্তক পার্টি। এর সঙ্গেই সরকারিভাবে বিজেপির জোট ছাড়ার কথাও ঘোষণা করে দিল এমজিপি বা মহারাষ্ট্র গোমন্তক পার্টি। মঙ্গলবার গোয়ার পানাজির জনসভা থেকেই শুরু হয়ে গেল নতুন এই জোট এর পথ চলা।

পানাজির এই সভা থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘোষণা, আমাদের জোট দেখে বিজেপি ভয় পেয়েছে। এরই পাশাপাশি সরাসরি কংগ্রেসের নাম উল্লেখ না করে হাত শিবিরকে তাঁর সোজাসাপ্টা বার্তা, দয়া করে এখানে ভোট কাটতে আসবেন না। গোয়ায় আমরাই জিতব আর আমরাই সরকার গড়ব।



রবিবার গোয়ার মাটিতে পা রাখার পর মঙ্গলবার ছিল মমতার এবারের গোয়া সফরের তৃতীয় দিন। আর এদিন পানাজির জনসভায় হাজির হয় মহারাষ্ট্রবাদি গোমন্তক পার্টির শীর্ষ নেতৃত্বরা। এদিনের এই জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোর ঘোষণা, এবার গোয়ার মাটিতে একসঙ্গে লড়াই করবে তৃণমূল ও এমজিপি। বিজেপিকে পরাজিত করার জন্য়ই এই জোট। আপানারাও সবাই বিজেপি বিরোধী এই জোটে সামিল হোন।



এই জোটকে যৌথ পরিবার বলেও উল্লেখ করেন নেত্রী। এই জোট শুধুমাত্র স্বার্থসিদ্ধির জোট বা আসন সমঝোতার জোট নয় বলেও এদিন মন্তব্য় করেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে গোয়ায় আগামী বিধানসভা নির্বাচনের জন্য় নির্বাচনী ইস্তেহার ঠিক কী হবে, সেই বিষয়টি স্থানীয় এমজিপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই স্থির করার নির্দেশও দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।


আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.