প্রথম পাতা খবর Parliament: সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের দাবি, ধর্নায় বিরোধীদের সঙ্গে তৃণমূল

Parliament: সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের দাবি, ধর্নায় বিরোধীদের সঙ্গে তৃণমূল

539 views
A+A-
Reset

রাজ্য়সভার ১২ সাংসদের সাসপেনশন প্রত্য়াহারের দাবি জানিয়ে সম্মিলিতভাবে ধর্নায় বসল বিরোধীদলগুলি। উল্লেখযোগ্য় বিষয় হল, বিরোধীদের এই ধর্না মঞ্চে তৃণমূলের যোগদান। তৃণমূলের তরফে এই মঞ্চে উপস্থিত ছিলেন সৌগত ও মহুয়া। ধর্না স্থলে উপস্থিত হন রাহুল গান্ধিও।


সাংসদদের এই বেনজির শাস্তির বিরুদ্ধে বৃহস্পতিবারও সংসদের উভয়কক্ষে সোচ্চার হয় বিরোধীরা। পাশাপাশি সংসদ ভবনের সামনে গান্ধি মূর্তির নিচে শুরু হয়েছে ধর্না ও বিক্ষোভ। যেখানে প্রতিদিন নিয়ম করে উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদরাও।


তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাসপেন্ডেড হওয়া দুই তৃণমূল সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রীও এই ধর্নায় বসবেন। বুধবার থেকে শুরু করে ২৩ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দোলা ও শান্তা উপস্থিত থাকবেন ধর্না স্থলে, এমনটাই নির্দেশ এসেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে বলে জানা গিয়েছ।


অপরদিকে এই ধর্না কর্মসূচী সম্বন্ধে রাজ্য়সভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে বলেন, আমরা অবিলম্বে ওই ১২ সাংসদের সাসপেনশন প্রত্য়াহারের দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানা হলে, সম্মিলিতভাবে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.