কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে কলকাতা হাইকোর্ট । ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। বিকল্প কর্মসূচি নিল তৃণমূল।
গত ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক। এই কর্মসূচির বিরোধিতায় হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, তাঁর পর্যবেক্ষণে বলেন, দাায়িত্বশীল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত। এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
সোমবার আদালতের রায় জানার পরেই দলের পক্ষে এই অবস্থান ঘোষণা করেছে তৃণমূল। তৃণমূল বিধায়ক তথা দলের অন্যতম মুখপাত্র তাপস রায় সাংবাদিক বৈঠক করে জানালেন, ঘেরাও কর্মসূচি না থাকলেও বুধবার আট ঘণ্টার জন্যই পথে নামবেন দলের নেতা-কর্মীরা।
দলের তরফে জানানো হয়েছে, ওই দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আদায়ের দাবিতে তৃণমূল বিক্ষোভ দেখাবে।