প্রথম পাতা খবর কলকাতা পুরভোট: ৪৮ ঘন্টার মধ্যেই প্রার্থী তালিকায় পরিবর্তন তৃণমূলে

কলকাতা পুরভোট: ৪৮ ঘন্টার মধ্যেই প্রার্থী তালিকায় পরিবর্তন তৃণমূলে

300 views
A+A-
Reset

কলকাতা পুরভোটে নিজেদের প্রার্থী তালিকা শুক্রবার প্রকাশ করে তৃণমূল। ঘোষণার পর থেকেই দানা বাঁধতে শুরু করে বিদ্রোহ। শুরু হয় জল্পনা। অবশেষে জল্পনা সত্যি করেই প্রার্থী তালিকায় বদল আনল তৃণমূল।

৬০ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল ইয়েজিজুর রহমানের নাম। কিন্তু তালিকা ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই বদলে গেল নাম। ওই জায়গায় নতুন করে ঘোষণা করা হল কাইজার জামিল এর নাম।

এই ওয়ার্ড ছাড়াও আরও দুটি ওয়ার্ডে অষোষিত প্রার্থীদের নাম সামনে আনল শাসক দল। নতুন তালিকায় বেহালা পশ্চিমের ১১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে কাকলি বাগকে।পাশাপাশি বেহালার ৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে সচিন সিংহকে।

প্রসঙ্গত উল্লেখ্য, দিন যত গড়াচ্ছে ততই কলকাতার পুরভোট নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এমনকী ইতিমধ্যেই প্রচারেও নেমে পড়েছে শাসক বিরোধী প্রতিটা দলই। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও। কিন্তু তারমধ্যেই তৃণমূলের এই প্রার্থী বদল বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.