প্রথম পাতা খবর রাজ্যের দুই উপ নির্বাচনে বড় ব্যবধানে জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল

রাজ্যের দুই উপ নির্বাচনে বড় ব্যবধানে জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল

581 views
A+A-
Reset

বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই শেষ হয়েছে রাজ্যের বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ। তবে চৈত্রের শেষ লগ্নে ভোট হওয়ার জেরে দুই কেন্দ্রেই বেশ কমভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকেল ৫ টা পর্যন্ত আসানসোলে ৬৪.০৭ শতাংশ এবং বালিগঞ্জে ৪১.১০ শতাংশ ভোট পড়েছে। তবে ভোটগ্রহণের সময়সীমা সন্ধে সাড়ে ৬ টা পর্যন্ত হওয়ায় এই পরিসংখ্যান আরও কিছুটা বাড়বে।

এমনিতে উপনির্বাচনে ভোটদানের হার তুলনামূলকভাবে কমই হয়। তবে এবার চৈত্রের চ্যাটচ্যাটে গরমের পাশাপাশি রয়েছে নবরাত্রি ও রমজান পর্ব। ফলে ভোটাররা বুথে গিয়ে ভোটদানে তেমন উৎসাহ দেখাননি। কম ভোটা পড়ার সেটাই কারণ বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কম ভোট পড়লেও রাজ্যের শাসক দলের দাবি উপনির্বাচনের ২ কেন্দ্রেই বড় ব্যবধানে জিতবেন দলের ২ প্রার্থী।

১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ। তা সত্ত্বেও হিংসা ও হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি সহ বিরোধী শিবির। বালিগঞ্জে বেনিয়াপুকুর বিদ্যাপীঠে আসার পথে গাড়ি আটকে হামলার চালান হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থী কামারুজ্জামান চৌধুরী। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। আবার তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় বুথে ঢুকতে চাইলে বাহিনীর দ্বারা বাধা পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সিপিএম প্রার্থী শায়রা হালিম ভুয়ো ভোটার ধরার দাবি করেছেন।

বালিগঞ্জ বিধানসভায় গণ্ডগোলের খুব বেশি অভিযোগ না উঠলেও ভোটপর্বের শুরু থেকেই নির্বাচন কমিশনকে ব্যস্ত থাকতে হয়েছে আসনসোল লোকসভা কেন্দ্রকে নিয়ে। জামুড়িয়ায় ১৮২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট গৌতম মণ্ডলকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জখম পোলিং এজেন্টকে দেখতে হাসপাতালে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পাণ্ডবেশ্বরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বারাবনিতে অগ্নিমিত্রা পালের কনভয় আটকে গাড়ি ভাঙচুরের অভিযোগে উত্তেজনা ছড়ায়। এই বারাবনিতেই প্রক্সি ভোট দেওয়ার অভিযোগ ওঠায় সরিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল একগুচ্ছ অভিযোগ তুললেও তৃণমূলপার্থী শত্রুঘ্ন সিনহা কিন্তু সেভাবে সরব হননি। বরং ভোটপরিদর্শনে সস্ত্রীক বেরিয়ে জানিয়েছেন ভাল ভোট হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.