রাজ্যসভায় রাজ্যপাল ইস্যু নিয়ে আলোচনায় রাজি নয় কেন্দ্র। আর এই ঘটনার প্রতিবাদেই রাজ্যসভা থেকে শুক্রবার ওয়াক আউট করল তৃণমূল। তবে শুধু তৃণমূল কংগ্রেস নয়, একইসঙ্গে ওয়াক আউট করে কংগ্রেস এবং ডিএমকের সাংসদরাও।
উল্লেখ্য, কেন্দ্রীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে নিজস্ব মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার আয়োজন করতে চেয়ে বিধানসভায় একটি বিল পাশ করিয়েছে তামিলনাড়ু সরকার। কিন্তু সেখানকার রাজ্যপাল আর এন রবি সেই বিলটিকে এখনও ছাড়পত্র দেননি।
মূলত এই বিষয়টিকে ঘিরেই এদিন রাজ্যসভায় উঠে আসে রাজ্যপাল প্রসঙ্গ। সেটা নিয়েই এদিন আলোচনার দাবি জানিয়েছিলেন তামিলনাড়ুর সাংসদরা। একইসঙ্গে তৃণমূল সাংসদরাও বাংলার রাজ্যপাল ধনকড়ের নামে নালিশ জানান। বলা হয় যে, রাজ্যপালের টেবিলে অনেক ফাইল আটকে রয়েছে।
কিন্তু সব শুনেও রাজ্যসভার চেয়ারম্যান এদিন রাজ্যপাল ইস্যুটি আলোচনার অনুমতি দেননি। শেষ পর্যন্ত তাই একযোগে ওয়াক-আউট করার সিদ্ধান্ত নেন তৃণমূল, ডিএমকে এবং কংগ্রেস সাংসদরা।