‘বুকে ব্যথা’! জেল থেকে সোজা হাসপাতালে অনুব্রত মণ্ডল

পশ্চিম বর্ধমান: সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য আসানসোল জেল থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এর আগে ২০ নভেম্বর, অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হয়।

সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত। পরবর্তীকালে বেআইনি আর্থিক লেনদেন মামলায় তাঁকে গ্রেফতার করেছে ইডিও। আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছে দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা। সোমবার সকালে তাঁকে আসানসোল কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বের করে আসানসোল জেলা হাসাপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সংশোধনাগার থেকে বেরিয়ে তিনি জানান, “শরীর ভালো নেই।” হাসপাতালে ঢোকার মুখে বুকে ব্যথার কথাও জানান তিনি।

তবে জেল সূত্রে খবর, এটি অনুব্রতর রুটিন চেকআপ। প্রতি দু’মাস অন্তর জেলবন্দিদের হাসপাতালে চেকআপ করার নিয়ম। সেই মতো অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এর আগে গত ২০ নভেম্বর অনুব্রত মণ্ডলকে হাসপাতালে আনা হয়েছিল। সেই সময়েও বুকে ব্যথা হয়েছিল তাঁর।

প্রসঙ্গত, আগে থেকেই নানারকম শারীরিক কষ্টের কথা শোনা যায় অনুব্রতর তরফে। ২০২২ সালে এসএসকেএম হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। এপ্রিল মাসে তাঁকে যখন সিবিআই হাজিরা দিতে বলে তখনও তিনি অসুস্থতার কথা বলেছিলেন।

*প্রতীকী ছবি

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক