প্রথম পাতা খবর কাঁথিতে অভিষেকের সভার আগে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, হত ৩

কাঁথিতে অভিষেকের সভার আগে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, হত ৩

311 views
A+A-
Reset

কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই রক্তারক্তি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগরে। বিস্ফোরণের ফলে তৃণমূল নেতা-সহ তিন জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।

শনিবার কাঁথিতে হাইভোল্টেজ জনসভা তৃণমূলের। তার ঠিক আগে ঘটল এই বিস্ফোরণের ঘটনা। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল সূত্রে দাবি, বিস্ফোরণে দলের এক বুথ সভাপতি ও কর্মী মিলিয়ে মোট ৩ জন আহত হয়েছেন। কিন্তু কী ভাবে বিস্ফোরণ, তা নিয়ে রাজ্যের শাসক দলের তরফে কোনো বক্তব্য এখনও পর্যন্ত মেলেনি।

ঘটনায় প্রকাশ, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই বিস্ফোরণটি ঘটে। নিহত তৃণমূল নেতার নাম রাজকুমার মান্না। এলাকার তৃণমূলের বুথ সভাপতি হিসেবে রাজকুমার পরিচিত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনায় নিহত বাকি দু’জন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন।

বিজেপির অভিযোগ, ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়াবিলা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুধ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোম বাঁধার কাজ চলছিল। তখনই অতর্কিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে বাড়িটি উড়ে যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.