কলকাতা: দুর্ঘটনার কবলে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুক্রবার সকালে হলদিয়া যাচ্ছিলেন তৃণমূল নেতা। শিয়ালদহ দিয়ে যাওয়ার সময় আচমকা একটি বাস ধাক্কা মারে তাঁর গাড়িতে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে থাকলেও অক্ষত রয়েছেন কুণাল।
দুর্ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল জানান, শিয়ালদহ স্টেশনের কাছে একটি বেসরকারি বাস অন্য বাসগুলিকে ওভারটেক করছিল। সে সময়ই আচমকা তাঁর গাড়িতে ধাক্কা মারে বাসটি। তবে তাঁর বিশেষ কোনো চোট লাগেনি। নির্ধারিত সূচি মতোই তিনি হলদিয়ার উদ্দেশে রওনা দেন।
সংবাদ মাধ্যমের কাছে কুণাল বলেন, “আমার গাড়ির বাঁদিকের লুকিং গ্লাস এবং অন্যান্য কাঁচ ভেঙে গিয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। আমি পুলিশকে অনুরোধ করেছি, যেহেতু বাসে অফিসযাত্রীরা ছিলেন তাই বাসটিকে যেন না আটকানো হয় সেই সময়। তাতে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন। ড্রাইভার এবং মালিকের নাম লিখে রেখে যা কেস করার সেই ভাবে কাজ করুক”।
পথ দুর্ঘটনা কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি নেওয়া হয়েছে। বারবার মানুষকে সচেতন করা হয়েছে। কিন্তু পর পর পথ দুর্ঘটনা ঘটেছেও। এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, “এ ক্ষেত্রে পুলিশ–প্রশাসনের কিছু করার নেই। মানুষকে সচেতন হতে হবে। গতকালও চিংড়িহাটায় পথ দুর্ঘটনা ঘটেছে”।