প্রথম পাতা খবর পশ্চিমবঙ্গ-সহ ৩ রাজ্যের আরও ভিতরে ঢুকতে পারবে বিএসএফ, কেন্দ্রের নীতি নিয়ে তোপ তৃণমূলের

পশ্চিমবঙ্গ-সহ ৩ রাজ্যের আরও ভিতরে ঢুকতে পারবে বিএসএফ, কেন্দ্রের নীতি নিয়ে তোপ তৃণমূলের

281 views
A+A-
Reset

কেন্দ্রের নয়া নীতিতে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফ বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

ডেস্ক: এ বার থেকে পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যে ৫০ কিলোমিটার ভিতরে ঢুকে তল্লাশি চালাতে পারবে বিএসএফ। সীমান্ত রক্ষী বাহিনীকে এই বিশেষ ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের নির্দেশিকা ঘিরে বেড়েছে বিতর্ক।

কেন্দ্রের নয়া বিএসএফ-নীতি নিয়ে চলছে জোর রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, এটা রাজ্যের অধিকারে পিছনের দরজা দিয়ে নাক গলানো।

কুণাল টুইটারে লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে ভাবে বিএসএফের কর্মক্ষেত্র সীমান্ত থেকে ১৫ কিমির বদলে বাড়িয়ে ৫০ কিমি করল, তা প্রতিবাদযোগ্য। এটা রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে নাক গলানো। তৃণমূল কংগ্রেস বিষয়ে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যথাযথ ভাবে বক্তব্য জানানো হবে”।

এই ইস্যুতে বুধবার সন্ধ্যায় টুইট করে ‘অযৌক্তিক’ নির্দেশিকা প্রত্যাহারের দাবি করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী। তাঁর কথায়, “কেন্দ্র সরাসরি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করেছে”।

আরও পড়ুন: নবমীর সকাল থেকেই আকাশের মতিগতি ভালো নয়!

উল্লেখ্য, একেক রাজ্যে বিএসএফের ক্ষমতা একেক রকম। যেমন আগে গুজরাত সীমান্ত থেকে ৭০ কিলোমিটার ভিতরে ঢুকে কাজ করতে পারত বিএসএফ। পরে সেই এক্তিয়ার কমিয়ে ৫০ কিলোমিটার করা হয়। ওয়াকিবহাল মহলের মতে, নর্থ ব্লকের নয়া নির্দেশিকার জেরে বিরোধী শাসিত রাজ্যে সমস্যা বাড়বে। কারণ আইনশৃঙ্খলা রক্ষার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের উপর বর্তায়। সেখানে জাতীয় নিরাপত্তার কথা বলে বিএসএফ গ্রেফতারি বা বাজেয়াপ্তের মতো পদক্ষেপ করলে স্থানীয়দের সঙ্গে তাঁদের মতভেদের সম্ভাবনা আরও বাড়তে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.