এবারের কলকাতা পুরসভার নির্বাচনে কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃনমূলের মহামিছিলের শেষে এমন বার্তাই দিলেন এই মুহূর্তে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছিল একই ছবি। যেখানে রাজ্যের সব বিধানসভা কেন্দ্রেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী ময়দানে নেমেছিল তৃণমুল শিবির।
সেই ট্র্যাডিশন এখনও একইরকম রয়েছে যে, তার প্রমাণ এদিনের জরাফুলের মহামিছিল। যে মিছিলের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমন মন্তব্য করতে শোনা গেল।
এর থেকে একটা বিষয় খুব পরিস্কার যে, তৃণমূলে এখনও একটাই পোস্ট আর বাকি সব… । দলের নিয়ন্ত্রণ নিয়ে মাঝে ইতি উতি কিছু কথা শোনা যাচ্ছিল। শোনা গিয়েছিল দলের উপর নাকি মমতার রাশ এখন আর আগের মতন নেই। পুর নির্বাচনে প্রার্থী ঠিক করার সময়েও নাকি নেত্রীর ইচ্ছে পুরোপুরি প্রাধান্য পায়নি। তবে ভোট বৈতরণী পেরোনোর ক্ষেত্রে আজও যে মমতার কোনও বিকল্প নেই তৃণমূলে, সেটাই যেনো এদিন আরও একবার স্পষ্ট হল।