কলকাতা পুরনির্বাচনের একেবারে শেষলগ্নে প্রচারে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এমনকি তিনি করতে পারেন বেশ কয়েকটি জনসভা, যে তালিকায় নাম রয়েছে ফুলবাগান, যাদবপুর এবং বেহালার, এমনটাই তৃণমূল সূত্রের খবর। এই জনসভাগুলি হওয়ার কথা আগামী ১৫ ও ১৬ডিসেম্বর।
কলকাতা পুরভোটে তৃণমূলের জয় নিয়ে বিন্দুমাত্র সংসয় নেই প্রায় কোনও মহলেই। কংগ্রেস বা বাম তো বহুদুরের বিষয়, তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে এই মুহূর্তে যারা বাংলার বাজার গরম করছে, সেই বিজেপিরও অবস্থা এই মুহূর্তে চূড়ান্ত রকম টালমাটাল। আশ্চর্যজনকভাবে কলকাতা পুরভোটের প্রাক্কালে কোলকাতায় সেভাবে কোনও কর্মসূচীতেই দেখা যাচ্ছে না গেরুয়া ব্রিগেডকে। পরিবর্তে বিজেপি শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে হাওয়া গরম করতে ব্য়স্ত সিঙ্গুরের মাটিতে। কৃষক আন্দোলন নিয়েই ব্য়স্ত রয়েছেন সুকান্ত, দিলীপ কিংবা শুভেন্দুর মতন রাজ্য় বিজেপির শীর্ষ নেতৃত্বরা।
যদিও বিজেপির এই ছন্নছাড়া অবস্থাতেও নির্বাচনী ময়দানে বিপক্ষকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর এই কারণেই ইতিমধ্য়েই শহরের বিভিন্ন প্রান্তে প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। পুরভোটের এই প্রচারপর্বে শুধুমাত্র বাকি তৃণমূল নেত্রীর প্রচার অভিযান। শেষ মুহূর্তে তুলির টানের মতন করেই এবার সেই অভাবটুকুও পুরণ করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। এমনটাই তৃণমূল সূত্রের খবর।
তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রীকে নিয়ে প্রচার অভিযানের যে প্রাথমিক সূচী তৈরি করেছে দল, সেই সূচী মোতাবেক আগামী ১৫ ডিসেম্বর ফুলবাগানে মেট্রো স্টেশনের কাছে একটি জনসভা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিনের সভায় তৃণমূল নেত্রীর পাশাপাশি দলের হয়ে উপস্থিত থাকবেন এই এলাকায় দলের তরফে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা। এছাড়াও আগামী ১৬ডিসেম্বর একসঙ্গে দুটি জনসভা করতে পারেন তৃণমূল নেত্রী। এই দুটি সভা হওয়ার কথা যাদবপুর ও টালিগঞ্জে।