প্রথম পাতা খবর হয় কাজ করুন, নয়তো সরে যান : কাউন্সিলরদের বার্তা দিলেন মমতা

হয় কাজ করুন, নয়তো সরে যান : কাউন্সিলরদের বার্তা দিলেন মমতা

322 views
A+A-
Reset

কলকাতা পুর এলাকার জনসাধারণকে পরিষেবা পৌঁছে দেওয়ার দায়ীত্ব মূলত স্থানীয় জনপ্রতিনিধিদের।  আর জনপ্রতিনিধিদের নিজেদের সেই দায়ীত্ব বুঝতে হবে এবং একইসঙ্গে কাজেও করে দেখাতে হবে। যদি কেউ এটা করতে না পারে, তাহলে তাঁকে সরে যেতে হবে। বুধবার দলের প্রচারে এসে এমন মন্তব্য়ই করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

বুধবারই প্রথম কলকাতা পুরভোটের প্রচারে অংশ নিলেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনদিনের গোয়া সফর থেকে কলকাতা ফিরেই বিন্দুমাত্র সময় ব্য়ায় না করেই পুরভোটের প্রচারে নেমে পড়েন তৃণমূল নেত্রী। এদিন উত্তর কলকাতার ফুলবাগানের জনসভার মধ্য় দিয়েই পুরপ্রচার শুরু করলেন মমতা।

এদিনের এই সভা থেকে দলের পুরনির্বাচনের প্রার্থীদের জন্য় সরাসরি স্পষ্ট বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, দলের সাংসদ-বিধায়করা সব কাজ করতে পারেন না। এলাকার কাজ করেন মূলত স্থানীয় জনপ্রতিনিধিরাই। কাউন্সিলরদের যা যা দায়িত্ব রয়েছে তা অবশ্য়ই পালন করতে হবে। আর যদি কেউ কাজ না করলে তাকে সরে যেতে হবে।

আগেও বহুবার এমনটা দেখা গিয়েছে যে, দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি দলীয় নেতৃত্বকেও কড়া কথা শোনাতে রেয়াত করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তবে তাঁর সেই সব  কড়া কথা কিন্তু কখনওই তিনি ওই সব নেতৃত্বকে বকার উদ্দেশে বলেননি তিনি। বুধবার ফুলবাগানের জনসভার মঞ্চ থেকে তাঁর মন্তব্য়, বকার জন্য় বলি না, সংশোধনের জন্য়ই বলি। জনপ্রতিনিধিরা যাতে নিজেদের ভুল বুঝতে পারে এবং সেই ভুল শুধরে নিতে পারে, সেই জন্য়ই বলি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.