185
বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে সোমবার রাতে গুলি করে খুন করা হল তৃণমূলের বুথ কনভেনার সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ-কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ন’টা নাগাদ পখন্না বাজার থেকে বাইকে ফিরছিলেন তিনি। গ্রামে ঢোকার মুখে দুষ্কৃতীরা পিছন থেকে পরপর গুলি চালায়। মাথা ও পিঠে গুলি লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে রাতেই হাসপাতালে উপস্থিত হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত, সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়, উপ পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়-সহ অন্য তৃণমূল নেতারা।