প্রথম পাতা খবর এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

88 views
A+A-
Reset

এসআইআর পর্বে ভোটার তালিকা সংশোধন নিয়ে চলতে থাকা তীব্র রাজনৈতিক উত্তাপের মাঝে আসছে সোমবার তৃণমূল কংগ্রেস আয়োজন করতে চলেছে এক মেগা বৈঠক। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারচুয়াল মাধ্যমে এই বৈঠক নেতৃত্ব দেবেন। সাংসদ, বিধায়ক, জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব—সব মিলিয়ে ১০ হাজারের বেশি নেতা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

রাজ্যে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এখন সর্বত্র চলছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন। তৃণমূলের দাবি, এই প্রক্রিয়াকে বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এবং অনেক বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবেই বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণেই রাজ্যজুড়ে এসআইআর নিয়ে ব্যাপক প্রচার ও ক্যাম্প চালাচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন—একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লির বুকে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল।

এই আবহেই আগামী সোমবার, ২৪ নভেম্বর, তৃণমূলের এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকের মূল এজেন্ডা এসআইআরকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি। কোন জেলায় কাজ কতটা এগিয়েছে, কোথায় আরও জোরদার করতে হবে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে। বিশেষ নজর দেওয়া হবে মতুয়া অধ্যুষিত অঞ্চল এবং উত্তরবঙ্গের পরিস্থিতির উপর। সূত্রের দাবি, সেখানে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছে তৃণমূল নেতৃত্বের।

এছাড়াও ওই বৈঠকে সাংসদ ও বিধায়কদের পারফরম্যান্স রিভিউ করা হবে। কে কতটা ভূমিকা রাখছেন এসআইআর তৎপরতায়, কোথায় ঘাটতি রয়েছে—সবটাই খতিয়ে দেখা হবে। বৈঠকে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশও দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মতে, এসআইআর-কে কেন্দ্র করে উত্থাপিত বিতর্ক এবং সামনে বিধানসভা ভোট—দুই মিলিয়ে এই মেগা বৈঠক তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলে বড় ভূমিকা নেবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.