প্রথম পাতা খবর প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি

প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি

415 views
A+A-
Reset

কলকাতা: প্রয়াত ভগবানগোলার তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলি। দীর্ঘ দিন ধরেই ক্যানসার এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে।

জানা গিয়েছে, একাধিক রোগে ভুগছিলেন বসিরহাট লোকসভার প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলি। বেশ কিছুদিন ধরে বাইরে বেরতেও পারছিলেন না। বৃহস্পতিবার দুপুর ২টো ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদ্রিশের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রয়াত বিধায়কের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

২০১১ সালে পরিবর্তনের হাওয়া যখন জোরাল সেই সময় মুর্শিদাবাদের জলঙ্গি থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। যদিও রাজ্য পালা বদল হলেও সেই সময় তিনি জয়ী হতে পারেননি। ২০১৪ সালে তাঁকে বসিরহাট কেন্দ্রে লোকসভার প্রার্থী করে তৃণমূল। সেই সময় তিনি বিপুল ভোটে জয়ী হন। ২০১৯ সালে এই কেন্দ্রের জন্য অবশ্য নুসরত জাহানকে বেছে নেওয়া হয়েছিল। ২০২১ সালে ভগবানগোলা থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.