প্রথম পাতা খবর অস্ত্রোপচার সফল, কেমন আছেন মদন মিত্র

অস্ত্রোপচার সফল, কেমন আছেন মদন মিত্র

603 views
A+A-
Reset

কলকাতা: গত কয়েকদিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের। বুধবার সফল অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার স্থিতিশীল কামারহাটির বিধায়ক।

নিউমোনিয়া নিয়ে ভর্তি হলেও, পরে তৈরি হয় নতুন বিপত্তি। হাড় ভেঙে গিয়েছে কামারহাটির বিধায়কের। সপ্তাহ আগে, সিসিইউ-তে নিয়ে যাওয়ার সময় খিঁচুনিতে আচমকা তাঁর কাঁধের হাড় ভেঙে যায়। বুধবার সকাল ১০টা নাগাদ মদনকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ১১টা নাগাদ ওটি শুরু হয়। ১টা ৩০ মিনিট নাগাদ শেষ হয় অস্ত্রোপচার। তাঁর কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। জানা গিয়েছে, তাঁর বাঁ কাঁধের হাড় জুড়তে আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়াম প্লেটে দশটি স্ক্রু বসানো হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে এখন আইটিইউ’-তে রাখা হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। আপাতত স্থিতিশীল তিনি। এ দিন (বৃহস্পতিবার) স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন। তবে নড়াচড়ায় একটু সমস্যা আছে।

তবে ঠিক কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সে ব্যাপারে এখনও কিছু নিশ্চিত নয়। শারীরিক অবস্থা দেখে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। এর জন্য আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই জানানো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.