তৃণমূল কংগ্রেস এর পরবর্তী কর্মসমিতির বৈঠক হবে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর। তবে এই পরবর্তী বৈঠক কলকাতায় হবে না বলেই স্থির হয়েছে। জানা গিয়েছে তৃণমূলের পরবর্তী বৈঠক বসবে দিল্লিতে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মার্চের ১০ তারিখ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনার পর পরই দিল্লিতে বসবে তৃণমূলের জাতীয় কর্মসমিতির ওই নির্ধারিত বৈঠক।
এবারের উত্তরপ্রদেশের বিধানসভার নির্বাচনে সব আসনেই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোটকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি বা এমজিপি-র সঙ্গে জোট করে ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস।
শনিবারই তৃণমূল কংগ্রেস এর দলীয় কাঠামোয় বড়সড় রদবদল ঘটিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় স্তরের যাবতীয় পদের অবসান ঘটিয়ে ২০ সদস্যের জাতীয় কর্মসমিতি গড়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শুক্রবার সেই জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকে নতুন করে জাতীয় পদাধিকারিদের নাম স্থির করে দেন তৃণমূল সুপ্রিমো। দেখা যায় ফের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে ফেরানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই।