প্রথম পাতা খবর পুরসভায় ৪-০ জয়ের পর মানুষকে ধন্যবাদ জানিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

পুরসভায় ৪-০ জয়ের পর মানুষকে ধন্যবাদ জানিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

302 views
A+A-
Reset

রাজ্যের চার পুর নিগমের নির্বাচনে একদম সরাসরি ৪-০ জয়ের পর পরই সাধারণ মানুষকে ফের একবার ধন্যবাদ জানালেন তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধাননগর, আসানসোল,
শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে আন্তরীক ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গণনার শুরু থেকেই তৃণমূলের বিজয় রথ এগোতে শুরু করে গড়গড়িয়ে।

এদিন সকালে সবার প্রথমে বিধাননগর পুর নিগমে তৃণমূলের জয় নিশ্চিত হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ছুটে আসেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত।

কিছু সময়ের মধ্যেই নিশ্চিত হয়ে
আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি পুর নিগমেও ক্ষমতায় আসছে তৃণমূল। আর এই বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত হতেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন পুর ভোটে জয়ের পর পরপর দু’টি টুইট করেন তৃণমূল নেত্রী। প্রথমটি ট্যুইট করে তিনি লেখেন, ‘আবার মা, মাটি, মানুষের অপ্রতিরোধ্য জয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগরের জনগণকে পুর নির্বাচনে তৃণমূল প্রার্থীদের উপর আস্থা রাখার জন্য আন্তরিক অভিনন্দন।’

এর পর তাঁর দ্বিতীয় টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমাদের উন্নয়নকে আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। মা, মাটি, মানুষের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.