প্রথম পাতা খবর দলের গোঁজ প্রার্থীদের সরাসরি গলাধাক্কা দিয়ে দল থেকে তাড়াল তৃণমূল

দলের গোঁজ প্রার্থীদের সরাসরি গলাধাক্কা দিয়ে দল থেকে তাড়াল তৃণমূল

239 views
A+A-
Reset

সামনেই রাজ্যের ১০৮ পুরসভায় নির্বাচন। আর এই নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর সব থেকে বড় মাথাব্যথাহল নির্দল হিসেবে দাঁড়ানো দলেরই গোঁজ প্রার্থীরা। সারা রাজ্যের ১০৮ পুরসভায় এমন গোঁজ প্রার্থীর সংখ্যাটা যথেষ্টই চোখে পড়ার মতন।

পুর নির্বাচন উপলক্ষ্যে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হবার পর থেকেই দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল ঘাসফুল শিবিরে শুরু হয়েছে তীব্র মনোমালিন্য। যারা ভেবেছিলেন এবার নির্বাচনে প্রার্থী পদ পাবেন, তাঁরা শেষ পর্যন্ত তালিকায় নিজেদের নাম না দেখতে পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর ওই সব বিক্ষুব্ধরা সরাসরি গিয়ে নির্বাচন কমিশনের খাতায় নিজেদের নাম লেখান নির্দল প্রার্থী হিসেবে। ইতিমধ্যেই নিজেদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও জমা করেছেন তাঁরা।

এই মুহূর্তে রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার পর্ব। তৃণমূলের যে সব স্থানীয় নেতা নির্দল হিসেবে মনোনয়ন জমা করেছেন, স্বাভাবিক ভাবেই তাঁরাও প্রচার শুরু করে দিয়েছেন কোমর বেঁধে। সব মিলিয়ে রাজ্যের শাসক দলের কাছে উদ্ভুত এই পরিস্থিতি যথেষ্টই অস্বস্তিকর। তাই সব কিছু দেখার পর দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে স্পস্ট হুঁশিয়ারি দেওয়া হয় ওই সব গোঁজ প্রার্থীদের। কিন্তু তার পরেও যখন দেখা গেল যে সেভাবে কোনও কাজ হল না, তখন কঠোর পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করল তৃণমূল কংগ্রেস।

আর কঠোর পদক্ষেপ হিসেবে অন্য কোন শাস্তি নয়, একেবারে দল থেকে ঘাড় ধরে বহিষ্কার এর রাস্তা বেছে নিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস দল থেকে এমনই ৬১ জন নির্দল প্রার্থীকে সরাসরি বহিষ্কার করার সিদ্ধান্ত নিল দল। বহিষ্কৃত এই সব স্থানীয় নেতাদের সকলেই কোন না কোন পৌরসভার অন্তর্গত ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার মোট ১৩ টি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন মোট ৬৭ জন প্রার্থী। পরে দলের মহাসচিবের দেওয়া হুঁশিয়ারি শুনে শেষ পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকতে না পেরে ওই সব প্রার্থীদের মধ্যে ৬ জন প্রার্থী ইতিমধ্যেই নিজেদের প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছেন। বাকি থাকা ৬১ জন নির্দল প্রার্থী দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করে প্রচার চালিয়ে যাচ্ছিলেন নির্দল প্রার্থী হিসেবে। শেষ পর্যন্ত তাই ওই সব নির্দল প্রার্থীদের দল থেকে তাড়িয়েই দিল তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক সাংবাদিক সম্মেলন করে ওই ৬১ জন নির্দল প্রার্থীকে তৃণমূল থেকে বহিস্কার করার কথা ঘোষণা করেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.