প্রথম পাতা খবর সিবিআই তদন্তের ক্ষেত্রে শর্ত রাখল তৃণমূল

সিবিআই তদন্তের ক্ষেত্রে শর্ত রাখল তৃণমূল

348 views
A+A-
Reset

রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যাকান্ডের তদন্তে শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে রাজ্যের তৈরি সিটের তদন্ত প্রক্রিয়াও ওই মুহূর্ত থেকেই পুরোপুরি বন্ধের নির্দেশ দেয় আদালত।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরুর কথা বলার পর পরই এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, “রামপুরহাটের ঘটনা দুঃখজনক। এখন তদন্তে যা যা করণীয় রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যেই ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। ২১ জনকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে, এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

কুণাল আরও বলেন, “এরপরেও কোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছে। আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। বিরোধিতা করব না। কিন্তু যেখানে রাজ্য সরকারের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে তারপরেও কিভাবে সিবিআই হয়?”

এদিন সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, “বিজেপির দুই ভাই হল ইডি আর সিবিআই। সিবিআই নিরপেক্ষ নয়। ওরা বিজেপির পক্ষপাতী।” এরপর কুণালের আরও মন্তব্য,”একদিকে ভালোই হয়েছে, এরপর কেউ মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারকে দোষ দিতে পারবে না। সিবিআই দেখুক আমরা পূর্ন সহযোগিতা করব।”

এদিন কুণাল আরও যোগ করেন, “এর আগেও বহু দায়িত্ব পেয়েছে সিবিআই। কিন্তু আজও বহু মামলার সুরাহা হয়নি, ন্যায়বিচার আসেনি। রবীন্দ্রনাথের নোবেল, সিঙ্গুরে তাপসী হত্যা কিংবা নন্দীগ্রামে গণহত্যার মতো আরও এমন বহু ঘটনা রয়েছে, যেখানে আজও সিবিআই তদন্তের কোনও নিষ্পত্তি হয়নি।”

তৃনমূলের সাধারণ সম্পাদকের আরও অভিযোগ, “দিল্লির দাঙ্গাতে কেন সিবিআই হয়নি? হাথরাস, উন্নাও আসামের হত্যায় কেন সিবিআই তদন্ত করা হয়নি? এছাড়াও বিজেপিতে যোগ দিলেই সিবিআই তদন্তের অভিযোগ আর থাকে না। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। রাজ্যপাল, বিজেপি নেতারা আগেই বলেছিল কিভাবে হবে তা দেখতে পাবেন। আমাদের জানাই ছিল কি করছে ওরা, কি হতে চলেছে।”

কুনালের মন্তব্য,”আমাদের দাবি ন্যায়বিচার ও সঠিক তদন্ত করুক সিবিআই। যদি ন্যায় বিচার না হয় , যদি বিজেপি কে বাঁচানোর চেষ্টা হয়। যদি বৃহত্তর ষড়যন্ত্র আড়াল করা হয় । যদি বিজেপির কথায় ঘটনার তদন্তের পরিধি থেকে বেরিয়ে এসে হিংসার রাজনীতির চেষ্টা করা হয়, তাহলে আমরাও ছেড়ে কথা বলবো না। প্রতিবাদ হবে, আন্দোলন হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.