কলকাতা: আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। এ বার প্রত্যন্ত গ্রামের মহিলা সমর্থকদের কাছে পৌঁছাতে নতুন কর্মসূচি শুরু করছে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস। কর্মসূচির নাম ‘চলো গ্রামে যাই।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত বিধানসভা ভোটে তৃণমূলের সাফল্যের অন্যতম কারণ ছিল মহিলা ভোট। বিধানসভায় নজরকাড়া ফলাফলের নেপথ্যে ছিল রাজ্যের ৪৬ শতাংশ মহিলা ভোট। সেই ভোট ধরে রাখতে নেওয়া হচ্ছে যাবতীয় পদক্ষেপ। ইতিমধ্যেই দলের তরফে ৪৪ জনের নয়া মহিলা সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। একাধিক বদল আনা হয়েছে জেলা কমিটিতেও। জেলাস্তরে মহিলা সংগঠনকে পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত করতে কাজ শুরু করেছে শাসকদল।
জানা গিয়েছে, ১ নভেম্বর থেকে প্রত্যন্ত গ্রামে গিয়ে সভা করবেন তৃণমূলের শীর্ষ নেত্রীরা। বিভিন্ন জেলায় ও বুথে বুথে পৌঁছে যাবেন তৃণমূলের মহিলা নেত্রীরা। কোথাও যাবেন মালা রায়, কোথাও শশী পাঁজা, কোথাও আবার কাকলি ঘোষদস্তিদারের মতো নেত্রীরা।
হাওড়া থেকে এই কর্মসূচির সূচনা করবেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সভার মাধ্যমে গ্রামের মহিলাদের সামনে তুলে ধরা হবে মমতা বন্দ্যোপাধ্যায় নারী উন্নয়নের জন্য কী কী সুযোগ সুবিধা এনে দিয়েছেন, রাজ্যের প্রকল্পগুলি কীভাবে সাহায্য করছে আমজনতাকে। এর পাশাপাশি এলাকার মহিলাদের সঙ্গে কথা বলবেন মহিলা তৃণমূলের নেত্রীরা। মহিলা সমর্থকদের মধ্যে থেকে খুঁজে বের করা হবে যোগ্যদের। এ ভাবেই আড়াই মাস ধরে চলবে এই কর্মসূচি। ১ নভেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বুথে বুথে যাবেন দলের শীর্ষ নেত্রীরা।
আরও পড়ুন: টিকিয়াপাড়া কারশেডে বোমাতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল