হাওড়া: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য হাওড়ার আমতা থানার চন্দ্রপুর পঞ্চায়েতের চাটরা মোল্লাপাড়া এলাকায়। বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে উদ্ধার হয় মৃতদেহ। মৃতের নাম লাল্টু মিদ্দ্যা (৩৩)।
লাল্টু পেশায় টোটোচালক। স্থানীয়রা জানাচ্ছেন, সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন তিনি। তৃণমূলকর্মী হিসাবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৮টা নাগাদ লাল্টু বাড়ি ফেরেন। বাড়িতে গাড়ি রেখে খাওয়াদাওয়াও করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এর পর বন্ধুদের সঙ্গেই বাড়ির অদূরে একটা ফাঁকা জায়গায় আগুন পোহাচ্ছিলেন। রাতে নির্দিষ্ট সময় হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেননি তিনি।
রবিবার সকালে আমতার চন্দ্রপুর পঞ্চায়েতের চাটরা মোল্লাপাড়া এলাকায় বাড়ির সামনে তাঁর দেহ দেখতে পান স্থানীয়রা। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে লাল্টুকে। তাঁর দেহে আঘাতের চিহ্ন আছে বলেও দাবি করেছেন তাঁরা।
এই ঘটনায় বিক্ষোভ শুরু করেন স্থানীয় তৃণমূলকর্মী এবং সমর্থকেরা। প্রতিবাদে আমতার চন্দ্রপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। একঘণ্টা অবরোধ চলার পর, পুলিশ ও র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।