প্রথম পাতা খবর কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনেই TMCP প্রতিষ্ঠা দিবস! পড়ুয়াদের জন্য হেল্পলাইন চালু তৃণমূল ছাত্র পরিষদের

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনেই TMCP প্রতিষ্ঠা দিবস! পড়ুয়াদের জন্য হেল্পলাইন চালু তৃণমূল ছাত্র পরিষদের

90 views
A+A-
Reset

একদিকে TMCP’র প্রতিষ্ঠা দিবস, অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এই দুইয়ের সংঘাত ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে। ঠিক এই পরিস্থিতিতে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ পড়ুয়াদের স্বার্থে চালু করল একটি বিশেষ হেল্পলাইন নম্বর: ৬৭০৪১৩৭৭৮

TMCP’র তরফে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কিংবা বাইরে কোনও সমস্যায় পড়লে এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে তৎক্ষণাৎ সাহায্য করা হবে।

রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে ২৮ আগস্টকে টার্গেট করে পরীক্ষা ফেলেছেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। আগামিকাল মেয়ো রোডে ছাত্র সমাবেশ সর্বশ্রেষ্ঠ হতে চলেছে। তাই কোনও ছাত্রছাত্রী সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে সাহায্য করার জন্য এই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।”

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই জানিয়েছে, ২৮ আগস্ট দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত বিকম সেমেস্টার ফোর এবং বিএ এলএলবি সেমেস্টার ফোরের পরীক্ষা হবে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন TMCP’র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি X হ্যান্ডেলে পরীক্ষার সূচি নিয়ে আপত্তি জানিয়ে লিখেছিলেন, ষড়যন্ত্রের গন্ধ রয়েছে এর পিছনে। এমনকি দিন কয়েক আগে সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী-সহ একাধিক কলেজের অধ্যক্ষ চিঠি পাঠিয়ে জানান, ছাত্রছাত্রী ও নন টিচিং স্টাফরা ওই দিনে পরীক্ষায় অংশ নিতে রাজি নন।

তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে নিজের অবস্থানে অনড়। তিনি বলেন, “পরীক্ষা কি কোনও পিকনিক নাকি? বিশ্ববিদ্যালয় তার অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষার দিন ঘোষণা করে। পরীক্ষায় বসা পড়ুয়ার দায়িত্ব। অধ্যক্ষরা যদি চিঠি ফরওয়ার্ড করতে থাকেন, তবে শিক্ষায় ডিসিপ্লিন বলে কিছু থাকবে না।”

অর্থাৎ, ২৮ আগস্ট পরীক্ষা স্থগিত করার কোনও সম্ভাবনা নেই বলেই স্পষ্ট বার্তা দিলেন উপাচার্য। ফলে TMCP প্রতিষ্ঠা দিবস ও পরীক্ষার সংঘাত এড়াতে, পড়ুয়াদের পাশে দাঁড়াতে হেল্পলাইন চালু করল টিএমসিপি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.