প্রথম পাতা খবর গুজরাত পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে

গুজরাত পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে

297 views
A+A-
Reset

জয়পুর: তৃণমূল কংগ্রেসের (টিএমসি) জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। মোরবি ব্রিজ বিপর্যয়ের বিষয়ে তাঁর টুইটের জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

মঙ্গলবার সকালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন সাকেতের গ্রেফতারি নিয়ে একাধিক টুইট করেন। তিনি জানান, “সাকেত গোখলের মোরবি সেতু বিপর্যয় নিয়ে করা একটি টুইটকে ঘিরে ভুয়ো মামলা সাজিয়েছে গুজরাত পুলিশ।” একই সঙ্গে গোটা ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

ডেরেকের টুইট থেকে জানা যায়, সোমবার রাত ৯টা নাগাদ দিল্লি থেকে বিমানে জয়পুর পৌঁছন সাকেত গোখলে। রাজস্থানের বিমানবন্দর থেকেই গুজরাত পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শুধুমাত্র মাকে ফোন করার জন্য সামান্য সময় পান গোখলে। এরপরই তাঁকে অমদাবাদে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর ফোনটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন ডেরেক ও’ব্রায়েন। বিজেপি রাজনৈতিক শত্রুতাকে অন্য মাত্রায় পৌঁছে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ।

অন্য দিকে, অমদাবাদ সাইবার ক্রাইম সেলের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার জিতেন্দ্র যাদব সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, কোভিড পরীক্ষার পরে আনুষ্ঠানিক গ্রেফতার করা হয় সাকেতকে। একজন নাগরিকের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ জালিয়াতি এবং মানহানির মামলা নথিভুক্ত হয়েছে।

গুজরাতের মোরবি সেতু বিপর্যয় এবং তার পরে প্রধানমন্ত্রীর মোরবি সফর নিয়ে একটি টুইটের জেরেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের ফ্যাক্ট-চেক ইউনিট সম্প্রতি গোখলের টুইটটি চিহ্নিত করেছে। যেখানে তিনি সংবাদপত্রের ক্লিপিংয়ের মতো দেখতে একটি ছবি শেয়ার করে লেখেন, “আরটিআই প্রকাশ করেছে যে প্রধানমন্ত্রীর মোরবি সফরে ৩০ কোটি খরচ হয়েছে”। ১ ডিসেম্বরের একটি ফ্যাক্ট চেকে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, এ ধরনের দাবি ভুয়ো।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.