Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ কালীপুজো, শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয় - NewsOnly24

আজ কালীপুজো, শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়

ডেস্ক: আজ কালীপুজো। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ আলোর উৎসবে ভাসছে শহর কলকাতা।  মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। কালীঘাটে আজ মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের আরাধনা।  অলক্ষ্মী বিদায় করে বসা হয় দীপান্বিতা পুজোয়। 


করোনা আবহে কালীপুজোয় বেশ কিছু নিয়মে বদল হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে। দূরত্ববিধি থেকে শুরু করে সমস্ত নিয়ম বলবৎ করা হচ্ছে কঠোর ভাবে। ফলে অন্যান্য বছর কালী পুজোয় যে ধরণের নিয়ম দেখা যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে, চলতি বছরে সেই নিয়মের বদল হল।

আরও পড়ুন: আলোর উৎসবের মাতোয়ারা দেশ, জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনে সীমান্তে প্রধানমন্ত্রী


৩১৮ বছরের পুরনো ঠনঠনিয়া কালী মন্দিরের কালীপুজো। পঞ্চমুণ্ডির আসনের ওপর মাতৃমূর্তির প্রতিষ্ঠা করেন তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী। কালীপুজো উপলক্ষে মন্দিরে ভক্তের ঢল। এখানে দেবীমূর্তি জাগ্রত বলে মনে করেন ভক্তরা। 


দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে দক্ষিণাকালীর আরাধনা। সকালে মায়ের মঙ্গলারতির পর পুজো শুরু। ভক্তদের ভিড়। বর্তমানে মায়ের পাথরের মূর্তি। পুজো হয় তন্ত্রমতে। প্রতিবছর পুরনো ঘট বিসর্জন দিয়ে নতুন করে ঘট প্রতিষ্ঠা হয়।লেক কালীবাড়ির পুজোর এটাই অন্যতম বৈশিষ্ট্য। দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই আদ্যাপীঠ। আজ কালী পুজো উপলক্ষে নিয়ম করে দেবীর আরাধনা।সঙ্গে অন্নভোগ। করোনা আবহে এবার বেশ কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে। 

Related posts

মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির

এসআইআর-এর চাপে উন্নয়নের কাজ ব্যাহত না হয়, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের