ঢাকা: আজ, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শপথ নিতে চলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। প্রাথমিকভাবে সেখানে ১৫ জন সদস্য থাকতে পারেন। তবে সেই সংখ্যা এক-দুই জন বেশিও হতে পারে।
বুধবার সেনাসদরে এক সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, ‘আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো।’
বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসার খবর সামনে আসছিল সোমবার থেকেই। সেনাপ্রধানের আশ্বাস, পুলিশ পুনরায় গঠন করা হলে এই ধরনের ঘটনা বন্ধ হবে। সেনা সমস্ত শক্তি দিয়ে শান্তি বজায় রাখার চেষ্টা করছে এবং পড়ুয়ারা এই কাজে এগিয়ে এসেছেন বলেও জানান তিনি।
ইউনুসকে প্রধান উপদেষ্টা করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল বৈঠকে বসে। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।