প্রথম পাতা খবর বাজি ফাটাতে গিয়ে উলুবেড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন শিশুর মৃত্যু, আশঙ্কাজনক এক কিশোরী

বাজি ফাটাতে গিয়ে উলুবেড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন শিশুর মৃত্যু, আশঙ্কাজনক এক কিশোরী

202 views
A+A-
Reset

হাওড়ার উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় বাজি ফাটানোর সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় বাজি থেকে আগুন ধরে যায় একটি বাড়িতে, দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানেও। এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে তিনটি শিশু এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরী।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজল মিস্ত্রির বাড়ির সামনে কয়েকজন শিশু বাজি পোড়াচ্ছিল। চরকি পোড়ানোর সময় আগুনের ফুলকি থেকে হঠাৎ বাড়িতে আগুন লেগে যায়। বাড়িতে থাকা রান্নার গ্যাস সিলিন্ডারেও আগুন লেগে বিস্ফোরণ ঘটে, যার ফলে ঘরের মধ্যে আটকে পড়ে পরিবারের সদস্যরা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তানিয়া মিস্ত্রি, ইশান ধাড়া এবং মমতাজ খাতুন নামে তিন শিশু প্রাণ হারায়। এছাড়া মনীষা খাতুন নামে এক কিশোরী গুরুতরভাবে আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং উলুবেড়িয়া থানার পুলিশবাহিনী। স্থানীয়দের মতে, বাড়িটিতে প্রচুর বাজি, পেট্রল এবং ডিজেল মজুত রাখা ছিল, যা আগুন ছড়িয়ে পড়ার জন্য দায়ী। পাশের একটি দোকানও আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া গ্রামীণ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দমকলবাহিনীর তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.