কলকাতা: একে সপ্তাহের শেষ। তার উপর রবিবার বড়দিন। রেললাইন মেরামতির জন্য শনিবার থেকে ১২ ঘণ্টার জন্য শিয়ালদহ-রানাঘাট শাখায় বেশ কিছু ট্রেন বাতিলের জেরে ভোগান্তি বাড়ল যাত্রীদের।
রেললাইন মেরামতির জন্য শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। নৈহাটি-রানাঘাট শাখায় ১৫২টির মধ্যে আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৩৪টি ট্রেন।
রেল সূত্রে জানা গেছে, নৈহাটি ও হালিশহর স্টেশনের মাঝে রেললাইন মেরামতির কাজ চলবে। তার জেরে আজ রাত ১০টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে, শিয়ালদা-শান্তিপুর লোকাল ও কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।
শনিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে
আপ ৩১৮৪৩ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল
ডাউন ৩১৮৩৮ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
আপ ৩১৯২৯ শিয়ালদহ-গেদে লোকাল
ডাউন গেদে-শিয়ালদহ লোকাল
আপ ৩১৫৩৯ শিয়ালদহ – শান্তিপুর লোকাল
ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল
আপ ৩১৬২৯, ৩১৬৩১ শিয়ালদহ – রানাঘাট লোকাল
ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল
আপ কল্যাণী সিমন্ত – নৈহাটি লোকাল
রবিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে
আপ ৩১৮১১, ৩১৮১৫ শিয়ালদহ – কৃষ্ণনগর লোকাল
ডাউন ৩১৮১২, ৩১৮১৬ কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল
আপ ৩১৫১১, ৩১৫১৩ শিয়ালদহ – শান্তিপুর লোকাল
ডাউন ৩১৫১২, ৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদহ লোকাল
আপ ৩১৬১১, ৩১৬১৫ শিয়ালদহ – রানাঘাট লোকাল
ডাউন ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট-শিয়ালদহ লোকাল
আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল
ডাউন ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৩১৮ কল্যানী সীমান্ত-শিয়ালদহ লোকাল
আপ ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল