কলকাতা: পূর্বরেলের হাওড়া ও শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হল সোমবার সকাল থেকে। রেললাইনে গাছ পড়ে থাকায় সকাল থেকে পুরোপুরি বন্ধ রাখতে হয়েছিল ট্রেন পরিষেবা। অবশেষে কিছুটা স্বস্তিতে যাত্রীরা।
ট্রেন বাতিলের কথা আগেই ঘোষণা করে দিয়েছিল রেল। রবিবার রাত ১১টার পর থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণে ট্রেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। তবে ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার পরেও সোমবার বৃষ্টি এবং দমকা হাওয়া লেগেই রয়েছে। যে কারণে ট্রেন পরিষেবা নিয়ে চিন্তা থেকেই গিয়েছিল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া এবং শিয়ালদহ শাখায় সব ট্রেন পরিষেবা অন্যান্য দিনের মতোই চালু করা হয়েছে। ট্রেন লাইনে মূলত তেমন কোনো ধাক্কা এই ঝড়ের কারণে হয়নি। তাই ট্রেন পরিষেবা শুরু করে দিতে বা বাতিল ট্রেনগুলো নতুন চালু করে দিতে কোনো সমস্যা হবে না।
রবিবার রাত থেকে ঝড় এবং বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতি। দুর্যোগের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল করছিল না। অবশেষে শিয়ালদহ দক্ষিণে ট্রেন চলা শুরু হল। প্রথমে ক্যানিং লোকাল ছাড়ার ঘোষণা হয়। সকাল ৯টা ২০ নাগাদ শিয়ালদহে ক্যানিং লোকাল ছাড়ার ঘোষণা হয়।