প্রথম পাতা খবর বিহারে রেল দুর্ঘটনার জের, দেরিতে চলছে রাজধানী-সহ একগুচ্ছ ট্রেন

বিহারে রেল দুর্ঘটনার জের, দেরিতে চলছে রাজধানী-সহ একগুচ্ছ ট্রেন

287 views
A+A-
Reset

বিহারে পূর্ব-মধ্য রেলের ধানবাদ ডিভিশনের গয়া-কোডারমা সেকশনের গুরপা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। বহু ট্রেন আটকে যায়। তারই রেশ অব্যাহত এখনও।

বৃহস্পতিবার ভোরের সেই দুর্ঘটনার কারণে রাজধানী, দুরন্ত-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন চলছে অস্বাভাবিক দেরিতে। শুধু তা-ই নয়, বাতিল হয়েছে একাধিক ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে পূর্ব-মধ্য রেল।

দুর্ঘটনার পর থেকেই লাইন থেকে বগি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা শুরু করেন রেলকর্মীরা। কিন্তু ক্ষতি হয়েছে রেলপথের। পাশাপাশি, নির্ধারিত সময়সূচিতেও ব্যাঘাত ঘটেছে। এই কারণেই রাজধানী-সহ বেশ কিছু ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে।

রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার আসনসোল-গয়া এক্সপ্রেস বাতিল হয়েছে। এ ছাড়া, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আসানসোল-বারাণসী এক্সপ্রেসের যাত্রাপথ। ধানবাদ পর্যন্ত যাচ্ছে ট্রেনটি। গয়া-আসানসোল এক্সপ্রেস থেমে যাবে টাঙ্কুপ্পায়। হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ইত্যাদি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সকালে হালকা শীতের আমেজ, পরিষ্কার আকাশ, আজ কেমন থাকবে আবহাওয়া?

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.