প্রথম পাতা খবর এ বার পুরুলিয়ার মানবাজারে বাঘিনি জিনত, চিন্তায় বন দফতর

এ বার পুরুলিয়ার মানবাজারে বাঘিনি জিনত, চিন্তায় বন দফতর

297 views
A+A-
Reset

পুরুলিয়ার বান্দোয়ানে রাইকা পাহাড় ছেড়ে ফের ঠিকানা বদল করল বাঘিনি জিনত। রেডিয়ো কলার ট্র্যাকিং-এর মাধ্যমে জানা গিয়েছে, এবার সে পৌঁছে গিয়েছে মানবাজার ২ ব্লকের শুশুনিয়া-বুরুডি এলাকার জঙ্গলে। এই জঙ্গলের পাশেই রয়েছে জনবসতি, যা আগের অবস্থানের তুলনায় অনেক বেশি। ফলে চিন্তায় পড়েছে বন দফতর।

জিনতকে ঘুমপাড়ানি গুলির মাধ্যমে ধরার পরিকল্পনা করেছে বন দফতর। এর জন্য ওড়িশা ও পশ্চিমবঙ্গের দক্ষ ট্র্যাঙ্কুলাইজ দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। কংসাবতী দক্ষিণের বিভাগীয় বন আধিকারিক পূরবী মাহাতো জানিয়েছেন, “বাঘিনিকে ধরার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বনকর্মীরা এলাকায় পৌঁছে গিয়েছেন।”

গত কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে খাঁচা বসিয়ে টোপ ফেলা হলেও বাঘিনি সেই ফাঁদে পা দেয়নি। খাঁচার আশপাশে ঘুরে আবার অন্য জায়গায় চলে গিয়েছে। তাই এবার হুলা পার্টি নামানোর পরিকল্পনা করেছে বন দফতর।

বাঘিনির উপস্থিতি জনবহুল এলাকায় হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বন দফতর জনগণকে সতর্ক থাকতে বলেছে এবং এলাকায় টহল বাড়ানো হয়েছে।

বাঘিনির গতিবিধি নজরে রেখে তাকে নিরাপদে ধরে আনার চেষ্টা চলছে। তবে জিনতের উপস্থিতি এলাকাবাসীর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.