প্রথম পাতা খবর ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, ভাঙচুর গাড়ি, কড়া ভাষায় বিপ্লব দেবকে আক্রমণ সুস্মিতা দেবের

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, ভাঙচুর গাড়ি, কড়া ভাষায় বিপ্লব দেবকে আক্রমণ সুস্মিতা দেবের

255 views
A+A-
Reset

ডেস্ক: ত্রিপুরার মাটিতে তৃণমূলের একের পর এক কর্মসূচি। বারবার কলকাতা থেকে আগরতলা উড়ে যাচ্ছেন বাংলার তৃণমূল নেতারা। ফের আক্রান্ত তৃণমূল। এবার বিপ্লব দেবের রাজ্যে দিদির দূত কর্মসূচির প্রথম দিনই তৃণমূলের উপরে হামলার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে৷ অভিযোগ, এ দিন ত্রিপুরার আমতলি এলাকায় দিদির দূতের প্রচারগাড়িতে হামলা চালানো হয়৷ হামলার জেরে আহত হন তৃণমূলের রাজ্য সভার সাংসদ সুস্মিতা দেব। বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এই হামলায়। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন সাংসদ সুস্মিতা দেব। এই ঘটনার সঙ্গে সরাসরি বিজেপির যোগ রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।


ঘটনার নিন্দা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে লেখেন, ‘বিপ্লব দেবের গুন্ডারাজে বিরোধীদের উপরে আক্রমণের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হচ্ছে৷ একজন রাজ্যসভার সাংসদকে শারীরিক নিগ্রহ করা থেকে লজ্জাজনক কিছু হয় না৷ এটাই ত্রিপুরার বিজেপি-র গুন্ডাদের রাজনৈতিক সন্ত্রাস৷ সময় ঘনিয়ে এসেছে, ত্রিপুরার মানুষই জবাব দেবেন৷’

আরও পড়ুন: চেতলার ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, জখম চার


সুস্মিতাদেবীর অভিযোগ, প্রচার শুরু হতে না হতেই বিজেপি-র কয়েকজন কর্মী এসে তাঁদের উপরে আক্রমণ চালান৷ তাঁকে সহ তৃণমূল কর্মীদের মারধর করার পাশাপাশি ‘দিদির দূত’ কর্মসূচির জন্য নিয়ে আসা গাড়িটিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন সুস্মিতা৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব দেবকে নপুংসক বলেন তিনি। “বিপ্লব দেব একটা হিজড়া (নপুংসক)। ব্যালটে লড়াই না করে গাড়িতে হামলা করছে”, এমনই মন্তব্য করেছেন তিনি। 


পুলিশে দায়ের করা অভিযোগ থেকে জানা গিয়েছে, সুস্মিতা দেব–সহ ১০ জন তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়। আমতালি বাজারের কাছে দুপুর দেড়টা নাগাদ বিজেপির কর্মীরা মারাত্মক হামলা করে। তারাই শারীরিকভাবে নিগ্রহ করে। মহিলাদের গায়ে হাত দেয়। গাড়ি ভাঙচুর করে। মহিলাদের সম্মান এখানে লুন্ঠিত হয়। মোবাইল ফোন–সহ অন্যান্য সামগ্রী চুরি করা হয়েছে। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করছি বিষয়টির তদন্ত করে বিচার করতে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.