প্রথম পাতা খবর ভবানীপুরে উপনির্বাচন ও বাকি দু’টি কেন্দ্রের নির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল

ভবানীপুরে উপনির্বাচন ও বাকি দু’টি কেন্দ্রের নির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল

311 views
A+A-
Reset

ডেস্ক: ভবানীপুরে উপনির্বাচন ও বাকি দু’টি কেন্দ্রের নির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হল, ভবানীপুরে ঘাসফুলের টিকিটে লড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী জাকির হোসেন ও আমিরুল ইসলাম। 

তবে উপ নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা থাকলেও অপর দুই কেন্দ্র, জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিজেপি প্রার্থী অপরিবর্তিত রাখা হবে বলেই খবর। জঙ্গিপুর কেন্দ্রে বিধানসভা ভোটে প্রার্থী করা হয়েছিল সুজিত দাসকে, ও সামশেরগঞ্জ কেন্দ্রে প্রার্থী ছিলেন মিলন ঘোষ।

আরও পড়ুন: ‘দলবদল এখন ফ্যাশন হয়ে গিয়েছে’, সৌমেন রায়ের তৃণমূলে যোগদান নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের


নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা (Mamata Banerjee)। সাংবিধানিক শর্ত মেনে তাঁকে ৬ মাসের মধ্যে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে। বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুরেই দাঁড়াতে চলেছেন তৃণমূল নেত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.